Kolkata | নিউটাউনের ঘটনার জের! মহিলা সুরক্ষায় কলেজ মোড়, ওয়েবল, সেক্টর৫ এ কড়া পাহারার নির্দেশ কলকাতা হাইকোর্টের
Thursday, February 13 2025, 2:57 pm
![highlight](/img/target.png)
খাস কলকাতায় যেভাবে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাতে আতঙ্কিত শহরবাসী। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে কলেজ মোড়, ওয়েবল বা সেক্টর ৫এর মহিলাদের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করলো রাজ্য।
সম্প্রতি নিউটাউনে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে কলকাতা হাইকোর্ট। আইটি সেক্টরে নাইট শিফটের কাজে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে জনস্বার্থ মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। এরপরই বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশে কলেজ মোড়, ওয়েবল বা সেক্টর ৫এর মহিলাদের নিরাপত্তা নিয়ে একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করলো রাজ্য। বিজ্ঞপ্তিতে ওই এলাকার মহিলাদের জন্যে দিনে ও রাতে পুলিশ ও উইনার্স মহিলা বাহিনী রাখার কথা বলা হয়েছে। এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা হাইকোর্ট
- কলকাতা মেট্রো
- কলকাতা পুলিশ
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- নিরাপত্তা
- পুলিশি নিরাপত্তা
- নিরাপত্তাবাহিনী
- বিধাননগর