DELED 2022 | ২,২৩২ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ নিয়ে কাটলো জট! ২০২২ সালের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের!
Friday, April 4 2025, 7:56 am
Key Highlights০২২ সালের প্রাথমিক স্কুলে ২ হাজার ২৩২ পদে শিক্ষক নিয়োগ নিয়ে কাটল জটিলতা।
একদিকে বাতিল হয়েছে SSCর ২০১৬ এর গোটা প্যানেল। যার ফলে চাকরি হারালেন প্রায় ২৬ হাজার। এদিকে ২০২২ সালের প্রাথমিক স্কুলে ২ হাজার ২৩২ পদে শিক্ষক নিয়োগ নিয়ে কাটল জটিলতা। শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চ জানায়, ২০২২ সালে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলাকালীন যাঁরা ডিএলএড পাশ করেননি, তাঁরাও চাকরিতে সুযোগ পাবেন। শীর্ষ আদালতের এই রায়ের ফলে ২,২৩২টি প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ সংক্রান্ত জটিলতা কাটল।
- Related topics -
- দেশ
- ভারত
- শিক্ষক নিয়োগ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত

