রাজ্য

Digha Rathyatra | দিঘায় রথ টানতে পারবেন না সাধারণ মানুষ! থাকতে হবে ব্যারিকেডের ওপারে!

Digha Rathyatra | দিঘায় রথ টানতে পারবেন না সাধারণ মানুষ! থাকতে হবে ব্যারিকেডের ওপারে!
Key Highlights

দিঘার জগন্নাথ ধামের রথ টানতে পারবেন না সাধারণ জনগণ। স্পর্শ করতে পারবেন কেবল রথের রশি।

দিঘার জগন্নাথ ধামের রথ টানতে পারবেন না সাধারণ জনগণ। স্পর্শ করতে পারবেন কেবল রথের রশি। জনতাকে থাকতে হবে ব্যারিকেডের ওপারেই। রথ যাত্রার আগের দিন এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিক আড়াইটেই রথ স্টার্ট করবে। কিন্তু রাস্তায় লোক থাকবে না। লোক থাকবে ব্যারিকেডে। তারা দড়িটা স্পর্শ করতে পারবে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে। পথ তো খুব কম। মাত্র পৌনে এক কিলোমিটার।’