দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী।
Thursday, December 17 2020, 2:01 pm
Key Highlights
এসবিএসটিসি-র চেয়ারম্যান পদ ছাড়লেন কর্নেল দীপ্তাংশু। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি তৃণমূল ছাড়লেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের দুই সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ। দীপ্তাংশু বিজেপি ছেড়ে তৃণমূলে আসার পর দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছিলেন। গত কয়েক দিন পর তিনিও বেসুরো ছিলেন। এর মধ্যেই বুধবার পূর্ব বর্ধমানের বিধায়ক সুনীল মণ্ডলের বাড়িতে শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ ‘বিক্ষুব্ধ’ নেতাদের বৈঠকে ছিলেন দীপ্তাংশুও। তার পরের দিনই সরকারি পদ থেকে ইস্তফা দিলেন দীপ্তাংশু।
- Related topics -
- রাজনৈতিক
- দক্ষিণবঙ্গ
- এসবিএসটিসি
- দীপ্তাংশু চৌধুরী
- পদত্যাগ