Copa America 2024 | সেমিফাইনালে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি কলম্বিয়া!
Thursday, July 11 2024, 5:20 am

কোপার (Copa America 2024) টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া।
কোপার (Copa America 2024) টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া। ফলে কোপা ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি খেলবে কলম্বিয়া। সেমিফাইনালের ম্যাচের একমাত্র গোলটি করলেন জেফারসন লার্মা। দীর্ঘসময় কলম্বিয়াকে ১০ জনে পেয়েও গোল শোধ করতে পারল না উরুগুয়ে। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই দুই শিবিরের লড়াই ছিল টানটান। উরুগুয়ে খাতায়কলমে খানিকটা এগিয়ে থাকলেও ১৫ বারের চ্যাম্পিয়নদের এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- কোপা আমেরিকা ফাইনাল
- আর্জেন্টিনা
- কলম্বিয়া
পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File
পেয়ে যান দিনের সেরা খবরগুলো সরাসরি আপনার ইনবক্সে
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের সাথে সর্বদা সুরক্ষিত।