গণধর্ষণের পর বস্তাবন্দি করে রেললাইনে প্রাক্তন প্রেমিকাকে ছুঁড়ে ফেলল যুবক!

Thursday, January 21 2021, 9:21 am
গণধর্ষণের পর বস্তাবন্দি করে রেললাইনে প্রাক্তন প্রেমিকাকে ছুঁড়ে ফেলল যুবক!
highlightKey Highlights

নারী নির্যাতন, ধর্ষণের মতো ঘটনায় ফের শিরোনামে মধ্যপ্রদেশ। বেতুলের পর এবার ঘটনাস্থল ইন্দোর। এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক অত্যাচার করা হয়। তারপর তাঁকে বস্তায় ভরে ফেলে দেওয়া হয় রেললাইনে। বরাতজোরে প্রাণরক্ষা হয় তাঁর। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। তরুণীর গোপনাঙ্গের চোট অত্যন্ত গুরুতর। নিস্তেজ হয়ে পড়লে তরুণীকে একটি বস্তায় ভরে ফেলে অভিযুক্তরা। রেললাইনে ছুড়ে ফেলে দেওয়া হয় বস্তাটি। তবে বরাতজোরে বস্তা থেকে বেরিয়ে পড়েন কলেজছাত্রী। প্রাণে বাঁচেন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত একজনকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করার চেষ্টা করছেন তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File