Coffee House | অসাধু ব্যবসায়ীর জেরে বিপদে কফি হাউস! তিনটি পিলার ভেঙে ফেলার অভিযোগ
Tuesday, April 1 2025, 4:21 pm

কফি হাউসের নিচে থাকা বইয়ের দোকানটি শিলিগুড়ির কোনও এক অবাঙালি ব্যবসায়ী কিনে নিয়েছেন।
অসাধু ব্যবসায়ীদের জেরে বিপদে পড়েছে কফি হাউস। অভিযোগ, কফি হাউসের নিচে থাকা বইয়ের দোকানটি শিলিগুড়ির কোনও এক অবাঙালি ব্যবসায়ী কিনে নিয়েছেন। এরপর তিনি দোকান বাড়ানোর জন্য, একতলার তিনটি পিলার ভেঙে দিয়ে আরও ছোট ছোট দোকান বানানোর চেষ্টা করছেন। এমনকি যে ভবনে কফি হাউস রয়েছে, সেখানকার তিনটি বড় বড় পিলার ভেঙে ফেলারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। কফি হাউসের প্রেমীদের দাবি, অনেক দিনের পুরনো এই বিল্ডিং। পিলার ভেঙে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হবে গোটা ভবন।
- Related topics -
- শহর কলকাতা
- কফিহাউস
- ব্যবসায়ী