Chhattisgarh Train Derailed । ছত্তিশগড়ে উল্টে গেলো কয়লা বোঝাই মালগাড়ি, বেলাইন ১৭ টি কামরা
মঙ্গলবার সকাল ১১টা ১৫ নাগাদ ছত্তিসগড়ের খোংসারা এবং ভানবর্তকের মধ্যে একটি কয়লাবোঝাই মালগাড়ির ১৭টি কামরা বেলাইন হয়ে যায়।
একের পর এক ট্রেন দুর্ঘটনা লেগেই রয়েছে দেশে। মঙ্গলবার সকাল ১১টা ১৫ নাগাদ ছত্তিসগড়ের খোংসারা এবং ভানবর্তকের মধ্যে একটি কয়লাবোঝাই মালগাড়ির ১৭টি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে একটার উপরে অন্য কামরাও উঠে বেলাইন হয়ে ভেঙেচুড়ে যায় বেশ কিছু কামরা। ট্রেনের তার এবং সিগনালেও ক্ষতিগ্রস্ত হয়েছে।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। এর জেরে বাতিল হয় একাধিক এক্সপ্রেস ট্রেন, একাধিক ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করে রেল কতৃপক্ষ।