রাজ্য

Goods train derailed | চাকা ভেঙে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, তারাপীঠে স্তব্ধ যানচলাচল

Goods train derailed | চাকা ভেঙে লাইনচ্যুত কয়লাবোঝাই মালগাড়ি, তারাপীঠে স্তব্ধ যানচলাচল
Key Highlights

মালগাড়িটি এদিন কয়লাবোঝাই করে সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। তারাপীঠ স্টেশনের কাছে আসতেই মালগাড়ির একটি বগির চাকা ভেঙে যায়। মালগাড়িটি লাইনচ্যুত হয়ে যায়।

রাজ্যে ফের লাইনচুত্য হলো মালগাড়ি। শনিবার সকাল ৯.৪৫ টা নাগাদ একটি কয়লাবোঝাই মালগাড়ি সাঁইথিয়া থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। তারাপীঠ স্টেশনের কাছে আসতেই হঠাৎ মালগাড়ির একটি বগির চাকা ভেঙে যায়। ফলে লাইনচ্যুত হয়ে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইঞ্জিনিয়াররা। বেশ কিছুক্ষনের চেষ্টায় মালগাড়িটিকে সরানো হয়। তবে এই দুর্ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি। ঘণ্টাখানেক ওই লাইনে আসা একাধিক এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে ছিল। ফলে দুর্ভোগে পড়তে হয় দূরপাল্লার ট্রেনের যাত্রীদের।