দেশ

আন্তর্জাতিক বিমানবন্দর, ৪ লেনের বাইপাস তৈরী হবে অযোধ্যায়!মাস্টারপ্ল্যান করছেন যোগী আদিত্যনাথ।

আন্তর্জাতিক বিমানবন্দর, ৪ লেনের বাইপাস তৈরী হবে অযোধ্যায়!মাস্টারপ্ল্যান করছেন যোগী আদিত্যনাথ।
Key Highlights

আধুনিক বৈদিক শহর হিসেবে তুলে ধরা হয় নব্য অযোধ্যাকে। এখানে প্রতিষ্ঠিত হবে রামচন্দ্রের বিশালতম মন্দির, রামচন্দ্রের বিশাল মূর্তি যা বিশ্বের উচ্চতম মূর্তি হতে পারে। রাজ্য ও কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করছে এ ব্যাপারে। অযোধ্যায় রেলের ডাবল লাইন করা হচ্ছে। অযোধ্যা থেকে সুলতানপুর পর্যন্ত তৈরি হচ্ছে ৪ লেনের রাস্তা। অযোধ্যা ধামে যাওয়ার জন্য সোহাওয়াল থেকে বিক্রমজোট পর্যন্ত বাইপাস তৈরির প্রস্তাব জমা দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ১৫০০ কোটি টাকায় রায় বরেলি থেকে অযোধ্যা পর্যন্ত ৪ লেনের রাস্তাও তৈরি হবে। সম্প্রতি পর্যটন বিভাগের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, অযোধ্যাকে গ্লোবাল সিটি হিসেবে তুলে ধরতে একটি কনসালট্যান্ট সংস্থার সাহায্য নিতে চলেছেন তাঁরা।