R G Kar | জুনিয়র ডাক্তারদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, নবান্ন থেকে পাঠানো হলো ইমেল
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মানেনি রাজ্য সরকার। ফলে আন্দোলনও প্রত্যাহার করেননি চিকিৎসকরা।
আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মানেনি রাজ্য সরকার। ফলে আন্দোলনও প্রত্যাহার করেননি চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ডাক্তাররা। এই অবস্থায় নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করার জন্য একটি ইমেল করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ১২ই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী বৈঠক করবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে। সেখানে জুনিয়র ডাক্তারদের ভার্চুয়ালি উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। নবান্নের মেল পাওয়ার পর জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, ' এই মেলকে আমরা সদর্থক বার্তার কিছু দেখছি না।'