Mamata Banerjee | 'নারী ক্ষমতায়নে বিশেষ অবদান'- মমতাকে ডি’লিট জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট উল্লেখ করেন, দরিদ্র মহিলা ও শিশুদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন মমতা।
বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মাননা প্রদান করলেন জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। এশিয়ার প্রথম কোনও মহিলাকে সাম্মানিক ডি-লিট প্রদান করল ওয়াকামা ইউনিভার্সিটি। ওকায়ামা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট নাসু ইয়াসুতোমো এদিন বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে উৎসর্গ করেছেন রাজ্যের গরীব মহিলা এবং শিশুদের জন্য।..তাঁর এই লিডারশিপের জন্য ওকায়ামা বিশ্ববিদ্যালয় এই প্রথম এশিয়ার কোনও মহিলাকে সাম্মানিক ডি-লিট দিচ্ছে।”
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- মমতা ব্যানার্জী
- মুখ্যমন্ত্রী
- জাপান
