আদালতকে কলুষিত করার অভিযোগে হাইকোর্টের নির্দেশে ৫ লক্ষ টাকা জরিমানা দিলেন মুখ্যমন্ত্রী
Tuesday, August 17 2021, 11:59 am
Key Highlights
বিধানসভা নির্বাচন ২০২১: চলতি বছরের নির্বাচনে প্রায় সকলেরই নজর ছিল নন্দীগ্রামের ফলাফলের ওপর। সেখানে ভোটের ফল গণনার সময় কখনও মমতা বন্দ্যোপাধ্যায় আবার কখনও শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। হঠাৎ সংবাদসংস্থা এএনআই দাবি করে, ১২০০ ভোটে জিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণ পরে রিটার্নিং অফিসার জানান, ১৯৫৬ ভোটে শুভেন্দু জয়ী হয়েছেন। এমত অবস্থায় ভোটে কারচুপির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু এই মামলা অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আপিল করেছে। আদালতকে কলুষিত করার অভিযোগে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ লক্ষ টাকা জরিমানা করেন বিচারপতি কৌশিক চন্দ। আদালতের নির্দেশে তিনি বার কাউন্সিলে টাকা জমা দিয়েছেন।
- Related topics -
- রাজ্য
- বিধানসভা নির্বাচন
- নন্দীগ্রাম
- কলকাতা হাইকোর্ট
- মমতা ব্যানার্জী