Cloudflare Outrage | বিশ্ব জুড়ে ইন্টারনেট বিপর্যয়! অচল বিশ্বের বেশ কয়েকটি প্রধান ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশন!

Tuesday, November 18 2025, 3:40 pm
Cloudflare Outrage | বিশ্ব জুড়ে ইন্টারনেট বিপর্যয়! অচল বিশ্বের বেশ কয়েকটি প্রধান ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশন!
highlightKey Highlights

বিশ্ব জুড়ে ইন্টারনেট বিপর্যয়! X, ChatGPT, Letterboxd, Canva, Uber-সহ বিশ্বের বেশ কয়েকটি প্রধান ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশন অচল হয়ে পড়েছে। মনে করা হচ্ছে এই ইন্টারন্টে বিভ্রাটের মূল কারণ Cloudflare-এর সিস্টেমে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটি।


মঙ্গলবার বিশ্ব জুড়ে ইন্টারনেট বিপর্যয়! ভারত সহ একাধিক দেশে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন মানুষ। অচল হয়ে পড়েছে X, ChatGPT, Letterboxd, Canva, Uber এর মতো বহু প্রধান ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশন।  মনে করা হচ্ছে ক্লাউডফ্লেয়ার (Cloudflare) এর সিস্টেমে বড় ধরনের প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই সমস্যা। ইন্টারনেটের কন্টেন্ট ডেলিভারি এবং সুরক্ষা পরিষেবার এক বড় অংশ রয়েছে ক্লাউডফ্লেয়ারের নিয়ন্ত্রণে। কাজেই তাদের সিস্টেম ব্যর্থ হলে তার প্রভাব তাদের পরিকাঠামোর উপরে নির্ভরশীল সমস্ত প্ল্যাটফর্মেই পড়ে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File