দেশ

Jammu Kashmir | উত্তরাখণ্ড, হিমাচলের পর মেঘভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে! হড়পা বানে বিপর্যস্ত কিশতওয়া! মৃত্যু অন্তত ১২ জনের!

Jammu Kashmir | উত্তরাখণ্ড, হিমাচলের পর মেঘভাঙা বৃষ্টি জম্মু কাশ্মীরে! হড়পা বানে বিপর্যস্ত কিশতওয়া! মৃত্যু অন্তত ১২ জনের!
Key Highlights

উত্তরাখণ্ড, হিমাচলের পর জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া হড়পা বানে বিপর্যস্ত গোটা এলাকা। ধুয়ে মুছে সাফ একটি লঙ্গরখানা।

উত্তরাখণ্ড, হিমাচলের পর জম্মু কাশ্মীরের কিশতওয়ার জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে তৈরি হওয়া হড়পা বানে বিপর্যস্ত গোটা এলাকা। ধুয়ে মুছে সাফ একটি লঙ্গরখানা। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে ঘটনার ভয়াবহতা দেখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিংয়ের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গিয়েছে, মাচাইল মাতা যাত্রার সূচনাস্থল কিশতওয়ারের চাসৌটিতে মেঘভাঙা বৃষ্টির প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে NDRF, SDRF থেকে জেলা প্রশাসনের বিশেষ দল।