Kinnaur | উত্তরকাশীর পর কিন্নর! মেঘ ভাঙা বৃষ্টিতে সৃষ্টি বন্যা পরিস্থিতি, স্থগিত কিন্নর-কৈলাস রুটের যাত্রা!

Wednesday, August 6 2025, 6:46 am
highlightKey Highlights

বুধবার সকালে কিন্নরের কাছে আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।


উত্তরাখণ্ডের উত্তরকাশীর পর এবার প্রাকৃতিক দুর্যোগ কিন্নরে! বুধবার সকালে কিন্নরের কাছে আচমকা মেঘ ভাঙা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাশাপাশি চলছে লাগাতার ভারী বৃষ্টিও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও, স্থগিত কিন্নর কৈলাস রুটের যাত্রা। আটকে পড়েছেন পুণ্যার্থীরা। ধস নেমেছে হিমাচলের একাধিক জায়গাতেও। উল্লেখ্য, গতকাল উত্তরকাশীতে পর পর দুই মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান তৈরী হয়, ভেসে যায় ধরালী গ্রাম। মৃত্যু হয়েছে ৪ জনের, নিখোঁজ অন্তত ১০০।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File