GST | জিএসটি ব্যবস্থার জের জামাকাপড়ে, পুজোর আগে কেনাকাটা করতে গেলেই টান পড়বে পকেটে!
Thursday, September 4 2025, 4:47 pm

নতুন কাঠামোয় আড়াই হাজার টাকার বেশি জামাকাপড়ে ১২ শতাংশের জায়গায় দিতে হবে ১৮ শতাংশ জিএসটি।
২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটির হার কার্যকর হবে। নয়া কাঠামোয় মাত্র দু’টি স্ল্যাব থাকবে: ৫ শতাংশ ও ১৮ শতাংশ। নতুন করব্যবস্থায় আড়াই হাজার টাকার বেশি জামাকাপড়ে ১২ শতাংশের জায়গায় দিতে হবে ১৮ শতাংশ জিএসটি। ফলে মহার্ঘ হবে জামাকাপড়। রিটেলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ও ক্লোথিং ম্যানুফাকচারিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার আশঙ্কা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তরা এতে সমস্যায় পড়বেন। তবে খুশির খবর হলো ২২ সেপ্টেম্বরের আগে জামাকাপড় কিনলে দিতে হবেনা বাড়তি কর।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- জিএসটি
- নির্মলা সীতারামন
- নির্মলা সীতারামণ