Durgapur Rape Case | দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের চার্জশিটে সহপাঠীও ধর্ষক! ৩জন অভিযুক্ত গণধর্ষণে, ছিনতাইয়ে অভিযুক্ত ২
Friday, October 31 2025, 3:08 am
 Key Highlights
Key Highlights৬ অভিযুক্তের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ধারায় মোট ১৮ টি মামলার উল্লেখ করা হয়েছে চার্জশিটে।
২০ দিনের মাথায় দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের চার্জশিট পেশ করলো দুর্গাপুরের নিউটাউনশিপ থানা। তাতে নির্যাতিতার সহপাঠী ওয়াসেফ আলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে পুলিশ। শেখ নাসিরউদ্দিন, শেখ ফিরদৌস, অপু বাউরির বিরুদ্ধে গণধর্ষণ, শ্লীলতাহানি, আটকে রেখে অত্যাচার সহ বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়েছে। শেখ রিয়াজউদ্দিন ও শেখ সফিকের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির অভিযোগ আনা হয়েছে। ৬ অভিযুক্তের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন ধারায় মোট ১৮ টি মামলার উল্লেখ করা হয়েছে। আজ, শুক্রবার ধৃত ছয় অভিযুক্তকে আদালতে তোলা হবে।

 
 