রাজনৈতিক

Panchayat Election | আজ ৬৯৬টি বুথে পুননির্বাচন! বিজেপি প্রার্থীর বাড়ির সামনে লাল কালিতে প্রাণনাশের হুমকি!

Panchayat Election | আজ ৬৯৬টি বুথে পুননির্বাচন! বিজেপি প্রার্থীর বাড়ির সামনে লাল কালিতে প্রাণনাশের হুমকি!
Key Highlights

শনিবারে ভোট নিয়ে রাজ্য জুড়ে সংঘর্ষের ফলে আজ, সোমবার ফের ৬৯৬টি বুথে পুননির্বাচন। প্রত্যেক কেন্দ্রে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রাখার কথা। আগামীকাল হবে ভোট গণনা।

প্রতাশ্যা অনুযায়ী আজ অর্থাৎ ১৯ই জুলাই, সোমবার রাজ্যের বেশ কিছু জায়গায় পুনর্নির্বাচন। শনিবার পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) কারণে উত্তপ্ত হয়ে ওঠে গোটা বাংলা। ভোটের দিনই সংঘর্ষে মৃত্যু হয় অন্তত ১৮ জনের। অধিকাংশ বুথেই বোমাবাজি, খুন, ভোট চুরি এমনকি ব্যালট বক্স নিয়ে পালানোর ঘটনা পর্যন্ত ঘটেছে। যার ফলে ভোটও পড়েছে কম। ফলে শনিবারই পুনর্নিবাচনের দাবি করেন একাধিক রাজনৈতিক দলনেতা।

গতকাল অর্থাৎ রবিবার বিকেলে সোমবার পুনর্নির্বাচন করার কথা ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (State ELection Commissioner Rajib Sinha)। পাশপাশি জানানো হয়, পুনর্নির্বাচনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বলে জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনারের কথায়, শনিবার রাজ্যে ভোট পড়েছে ৮০.৭১ শতাংশ। যার মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে পূর্ব মেদিনীপুরে। সেখানে ভোটদানের হার ৮৪.৭৯ শতাংশ। ফলে আজ পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন।

পুননির্বাচন যে জায়গায় হচ্ছে -

  •  মুর্শিদাবাদের ১৭৫টি বুথে (নবগ্রাম, সামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া-সহ)।
  • মালদার ১০৯টি বুথে।
  • নদিয়ার ৮৯টি বুথে।
  • কোচবিহারে ৫৩টি বুথে।
  •  দিনহাটার ২ টি ব্লকের ১৯টি বুথে।
  • ফানগঞ্জের ৫টি বুথে।  
  •  হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার দুটি ব্লকের বহু বুথে।  
  •  উত্তর দিনাজপুরে ৪২টি বুথে।
  •  উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথে।  
  •  দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথে।  
  • বাসন্তীর ফুলমালঞ্চ প্রাথমিক স্কুলের ২টি বুথে।
  • ডায়মন্ড হারবারের ১০টি বুথে।
  • পূর্ব মেদিনীপুরে ৩১টি বুথে।
  • হুগলিতে ২৯টি বুথে।
  • দক্ষিণ দিনাজপুরে ১৮ বুথে।
  • ময়ূরেশ্বর, দুবরাজপুর-সহ বীরভূমের ১৪টি বুথে।
  •  জলপাইগুড়িতে ১৪টি করে বুথে।
  • পশ্চিম মেদিনীপুরে ১০টি বুথে।
  • বাঁকুড়ায় ৮টি বুথে।
  • পুরুলিয়ায় ৪টি বুথে।
  •  হাওড়ায় ৮টি বুথে।
  • পশ্চিম বর্ধমানে ৬টি বুথে।
  • পূর্ব বর্ধমানে ৩টি বুথে।

সূত্রের খবর, শনিবার ভোট শেষের পরেই জেলা প্রশাসনের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। সেই রিপোর্ট খতিয়েই উপরোক্ত বুথগুলিতে পুননির্বাচনের কথা ঘোষণা করা হয়। এদিন সকাল ৭টা থেকেই শুরু হয় পুনর্নির্বাচন। প্রতি বুথে মোতায়েন থাকার কথা কেন্দ্রীয় বাহিনীর ৪জন করে জওয়ান।

এদিন নির্বাচন কমিশনের একমাত্র লক্ষ্য নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া করা। আজ অর্থাৎ সোমবারের পুনরায় নির্বাচন শেষ হলেই মঙ্গলবার অর্থাৎ আগামীকাল চলবে ভোট গণনা। সূত্রের খবর, ইতিমধ্যেই বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তবে এদিনও ভোটের ফলে বজায় রয়েছে চাপানউতোর। ইতিমধ্যেই পঞ্চায়েতের প্রার্থী রেশমি দে ভৌমিকের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে লাল কালিতে লেখা হুমকি। প্রাণনাশের হুমকিতে লেখা গেলে গলা কাটা হবে, সাবধান! বিজেপি প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তাঁর বাড়ির সামনে এই পোস্টার রেখে গেছে। ইতিমধ্যেই পুলিশের কাছে এই ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছেন নেত্রী।

 অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে ইতি না পড়তেই গামী ২৪সে জুলাই রাজ্যসভা ভোটের (Rajya Sabha Polls) প্রার্থী ঘোষণা করল বাংলার শাসকদল তৃণমূল। রাজ্যসভার প্রার্থী হিসেবে ফের নাম ঘোষণা করা হল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন (Derek O'Brien), সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Roy) ও দোলা সেনের (Dola Sen)। পাশপাশি নতুন মুখ হিসেবে সাকেত গোখলে (Saket Gokhale), প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) ও সামিরুল ইসলামের (Samirul Islam) নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকা থেকে বাদ পড়েছেন দার্জিলিংয়ের শান্তা ছেত্রী (Shanta Chhetri) ও অসমের নেত্রী সুস্মিতা দেবের (Sushmita Dev) নাম। 


Dilip Ghosh | শুক্রবার বিয়ের 'পিঁড়ি'তে বসছেন দিলীপ ঘোষ! ষাটোর্ধ্ব ‘যুবকে’র পাত্রী কে জানেন?
SSC-Supreme Court | আপাতত স্কুলে পড়াতে পারবেন 'যোগ্য' শিক্ষকরা! চাকরিহারাদের সাময়িক স্বস্তি দিলো সুপ্রিম কোর্ট!
Supreme Court on Waqf | ওয়াকফ আইন নিয়ে কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দিল না শীর্ষ আদালত! আগামীকাল ফের শুনানি!
ISSF World Cup | ISSF ওয়ার্ল্ড কাপের প্রথম দিনেই তিনটি পদক জিতলো ভারত! পদক জিতলেন সুরুচি-মনু ও সৌরভ!
BR Gavai | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই! দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি পাবে ভারত!
SSC 2016 Panel Cancel | 'সোমেই প্রকাশ হবে যোগ্য-অযোগ্য তালিকা'- আশ্বাস শিক্ষামন্ত্র্রীর! জানালো ১২ সদস্যের প্রতিনিধি দল
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo