দেশ

Cindy Singh | নিজের ৬ বছরের ছেলেকে খুন, ভারত থেকে গ্রেফতার FBI এর ‘মোস্ট ওয়াটেন্ড’অভিযুক্ত সিন্ডি!

Cindy Singh | নিজের ৬ বছরের ছেলেকে খুন, ভারত থেকে গ্রেফতার  FBI এর ‘মোস্ট ওয়াটেন্ড’অভিযুক্ত সিন্ডি!
Key Highlights

ভারতে গা ঢাকা দিয়েও হলো না লাভ, নিজের ছয় বছরের ছেলেকে খুন করার অভিযোগে গ্রেফতার FBI এর ‘মোস্ট ওয়াটেন্ড’অভিযুক্ত সিন্ডি রডরিগজ় সিং।

ভারতে গা ঢাকা দিয়েও হলো না লাভ, নিজের ছয় বছরের ছেলেকে খুন করার অভিযোগে গ্রেফতার FBI এর ‘মোস্ট ওয়াটেন্ড’অভিযুক্ত সিন্ডি রডরিগজ় সিং। অভিযোগ, ২০২২ সালে নিজের ছেলে নোয়েল রডরিগজ় আলভারেজকে হত্যা করে ভারতে পালিয়ে আসেন এই মহিলা। সিন্ডি বিশ্বাস করতেন দুরারোগ্য ফুসফুসের রোগে আক্রান্ত তাঁর সন্তান নোয়েলের মধ্যে সম্ভবত শয়তানি শক্তি রয়েছে। যার ফলে নোয়েলের অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়লেও সিন্ডি তার উপর নির্যাতন চালাতেন। এমনকি জল, খাবারও দিতেন না। এতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে নোয়েল।