বাংলার সিআইডিকে বাধা দেওয়া হচ্ছে তদন্তে! দিল্লি যাচ্ছেন রাজ্য পুলিশের তিন শীর্ষকর্তা

Wednesday, August 3 2022, 2:39 pm
highlightKey Highlights

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিআইডি। সেই সূত্রেই দিল্লির এক ব্যবসায়ীর খোঁজ পায় তারা।


পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশের ‘বাধা’র সম্মুখীন হলেন। তাঁদের মধ্যে রয়েছেন একজন ইনস্পেক্টর, দু’জন এসআই এবং একজন এএসআই। টুইটের মাধ্যমে এমনটাই দাবি করলেন সিআইডি।

তদন্তে বাধা দিচ্ছে দিল্লি পুলিশ! তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার ৪৯ লক্ষ টাকা

ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় তদন্ত চালাচ্ছে সিআইডি। সেই তদন্ত করতে গিয়ে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ীর খোঁজ পায় তারা। বুধবার সকালে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা এলাকায় পৌঁছায় সিআইডির চারজনের ওই তদন্তকারী দল।

Trending Updates

সিআইডির তরফে দাবি করা হয়েছে, সিদ্ধার্থর বাড়িতে তল্লাশির জন্য তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। এবং সমস্ত প্রোটোকল মেনে সেই মতো সাউথ ক্যাম্পাস থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সিআইডির দলটি সিদ্ধার্থর বাড়িতে তল্লাশি অভিযানে গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ তাদের বাধা দেয়।

সিআইডির তরফে দাবি করা হয়েছিল যে, হাওড়ার পাঁচলা এলাকায় বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সিদ্ধার্থ। তাই তদন্তের স্বার্থেই সব রকম অনুমতি এবং ব্যবস্থা নিয়েই দিল্লি রওনা দিয়েছিলেন চার তদন্তকারী আধিকারিক। 

গোপন সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে গচ্ছিত রয়েছে প্রচুর টাকা। সেই অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর রানিহাটি মোড়ের কাছে একটি কালো গাড়িকে থামানো হয়। তল্লাশি চালিয়ে তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, তিন কংগ্রেস বিধায়কের নাম রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File