Coldplay Concert Scandal | কিস ক্যাম কেলেঙ্কারির জের, অ্যান্ডি বায়রনের পর ইস্তফা দিলেন ক্রিস্টিন ক্যাবটও!

অ্যাস্ট্রোনমারের CEO পদ থেকে অ্যান্ডি বায়রনের ইস্তফার পরে চিফ পিপল অফিসারের পদ থেকে ইস্তফা দিলেন ক্রিস্টিনও।
‘কোল্ডপ্লে’র কনসার্ট চলাকালীন ‘কিস ক্যামে’ অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন মার্কিন সফটওয়্যার সংস্থা অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বায়রন এবং তার সহকর্মী সংস্থার চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। কেলেঙ্কারির পরেই লম্বা ছুটিতে পাঠানো হয়েছিল সিইও অ্যান্ডিকে। তারপরেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার একই পথ অনুসরণ করলেন ক্রিস্টিন ক্যাবট। চিফ পিপল অফিসারের পদ থেকে ইস্তফা দিলেন তিনি। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, ক্রিস্টিন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কোম্পানির ওয়েবসাইট থেকেও সরানো হয়েছে তাঁর প্রোফাইল।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিনোদন
- ভাইরাল
- পরকীয়া
- music
- পদত্যাগ
- ইস্তফা পত্র