Uttarkashi | গঙ্গোত্রী যাওয়ার সময় উত্তরকাশীতে ভেঙে পড়লো চপার! মৃত্যু ৫ জনের!

Thursday, May 8 2025, 7:07 am
highlightKey Highlights

বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দেহরাদুন থেকে হরসিল যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। চারধাম যাত্রার পুণ্যার্থীদের নিয়ে চপারটি উড়ছিল।


উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভেঙে পড়লো চপার! জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দেহরাদুন থেকে হরসিল যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। চারধাম যাত্রার পুণ্যার্থীদের নিয়ে চপারটি উড়ছিল। সূত্রের খবর, ৭ জন যাত্রীকে নিয়ে গঙ্গোত্রী যাওয়ার সময় ভাগীরথী নদীর কাছে নাগমন্দির এলাকায় বিকট শব্দে ভেঙে পড়ে চপারটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫জনের। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিং ধামি দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যাঁরা জখম হয়েছেন, প্রশাসনের তরফে সব রকম সহযোগিতা করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File