Chinmay Prabhu | ফের গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস! এবার চট্টগ্রামের আইনজীবী হত্যার মামলায় গ্রেফতার হিন্দু সন্ন্যাসী!

ফের গ্রেফতার বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস!
ফের গ্রেফতার বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস! সূত্রের খবর, পুলিশের আবেদনের প্রেক্ষিতে সোমবার তাঁকে শ্যোন অ্যারস্ট দেখানো হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার জন্য রাষ্ট্রদ্রোহের মামলায় প্রায় ৬ মাস পরে জামিন পেয়েছিলেন চিন্ময় প্রভু। কথা ছিল, ৪ মে সেই মামলার শুনানি হবে। কিন্তু চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলার তদন্তকারী আধিকারিক আদালতে চিন্ময় দাসকে গ্রেফতার করার আবেদন জানান। এরপরই আদালত সেই আবেদন মঞ্জুর করে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- চিন্ময়কৃষ্ণ
- গ্রেফতার
- চট্টগ্রাম
- আদালত