Chitpur Murder Case | চিৎপুরে বৃদ্ধ দম্পতি খুনে ফাঁসির সাজা শোনালো আরজিকরের বিচারক অনির্বাণ দাস

Wednesday, July 2 2025, 5:13 pm
highlightKey Highlights

বিচারক অনির্বাণ দাস চিৎপুরের বৃদ্ধ দম্পতি খুনে শোনালেন ফাঁসির সাজা। খুনের ১০ বছরের মধ্যে বুধবার সাজা ঘোষণা করলেন তিনি।


চিৎপুরে বৃদ্ধ দম্পতি খুনে ধৃত সঞ্জয় সেন ওরফে বাপ্পাকে ফাঁসির সাজা শোনালো শিয়ালদহ কোর্ট। ২০১৫ সালের ১৫ জুলাই চিৎপুরে নিজের বাড়িতে খুন হন প্রাণ গোবিন্দ দাস ও রেণুকা দাস। ঘটনায় গ্রেফতার করা হয় পরিচারক সঞ্জয়কে। জানা যায় সোনার গয়না ও টাকা লুঠের উদ্দেশ্যে বৃদ্ধ দম্পতিকে খুন করেছিল সে। খুনের ১০ বছরের মধ্যে বুধবার সাজা ঘোষণা করলেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। উল্লেখ্য, এই বিচারকই আরজি করে ধর্ষণ এবং হত্যা মামলাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলে বিবেচনা করেননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File