Chinmay Krishna | জামিনের মামলার শুনানির আগেই অসুস্থ্য চিন্ময় প্রভু! ঠিক মতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ
Monday, December 30 2024, 7:17 am
Key Highlights
আগামী ২ জানুয়ারি ফের জামিনের মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। কিন্তু তার আগেই জেলে গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস।
বাংলাদেশে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর তোলপাড় হয় পরে দুই বাংলা। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামের জেলে কারাবন্দি রয়েছেন তিনি। আগামী ২ জানুয়ারি ফের জামিনের মামলার শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের। কিন্তু তার আগেই জেলে গুরুতর অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস। সূত্রে খবর, তাঁর রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা অত্যাধিক কমে গিয়েছে। জেলে ঠিক মতো চিকিৎসা পরিষেবাও মিলছে না বলে অভিযোগ। যদিও অন্য সূত্রে খবর, রবিবারই জেলে চিন্ময় কৃষ্ণকে দেখতে আসেন চিকিৎসকরা। তাঁকে ওষুধও দেওয়া হয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- গ্রেফতার
- ঢাকা