Yu Zidi | সর্বকনিষ্ঠ সাঁতারু হিসেবে রেকর্ড জিতলেন চিনের বছর ১২-র স্কুল পড়ুয়া ইউ জ়িদি

Friday, August 1 2025, 5:11 pm
highlightKey Highlights

সিঙ্গাপুরের ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতে সাঁতারু হিসেবে সবচেয়ে কম বয়সে পদক জিতল চিনের স্কুল পড়ুয়া ইউ জ়িদি।


সিঙ্গাপুরের ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপে এবার ব্রোঞ্জ জিতেছে চিনের স্কুল পড়ুয়া ১২ বছর বয়সি ইউ জ়িদি। আর এই মেডেলের জোরেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বে সবচেয়ে কম বয়সে পদক জেতার রেকর্ড গড়লো সে। মেয়েদের 4x200 মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছে ইউ জ়িদি। ১৯৩৬ অলিম্পিকে ২০০ মিটার ব্রেথস্ট্রোকে ব্রোঞ্জ জিতে এই রেকর্ড বাগিয়েছিলেন ডেনমার্কের ইনজে সোরেনসেনের। তাঁর রেকর্ডও ভেঙেছে জ়িদি। যদিও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি সে। পদক জিতে ইউ বলেন, ‘আমি আবেগপ্রবণ, তবে অভিজ্ঞতাটা ভালো।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File