Trump Tariff-China | ১৪৫ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে আমেরিকা! ট্রাম্পের 'শুল্ক যুদ্ধ' নিয়ে ‘ভীত নয়’ বললেন জিনপিং!
Friday, April 11 2025, 9:53 am

দুই দেশের মধ্যে এই শুল্ক যুদ্ধের পর প্রথমবার মুখ খুললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
ট্রাম্পের শুল্কের পাল্টা শুল্ক চাপিয়েছে চিন। প্রত্তুতরে আরও শুল্ক বাড়িয়েছে আমেরিকা। ফলে এখন চিন থেকে আমেরিকায় কোনও পণ্য নিয়ে গেলে দিতে হবে ১৪৫ শতাংশ আমদানি শুল্ক। এদিকে মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক চাপিয়েছে চিন। দুই দেশের মধ্যে এই শুল্ক যুদ্ধের পর প্রথমবার মুখ খুললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি সাফ জানিয়েছেন, আমেরিকার চাপানো শুল্ক নিয়ে ‘ভীত নয়’ চিন। জিনপিং বলেন, ‘বাণিজ্য যুদ্ধে কেউ জয়ী হয় না। এই পথে হাঁটার অর্থ বিশ্বের বাকিদের থেকে নিজেকে সরিয়ে নেওয়া।’
- Related topics -
- আন্তর্জাতিক
- চিন
- চীন
- মার্কিন যুক্তরাষ্ট্র
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- শুল্ক