China-Pak-Afghan | পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতায় চিন! কাবুলে ত্রিপক্ষীয় বৈঠক সেরে পাকিস্তান সফরে ওয়াং ই!

Thursday, August 21 2025, 2:50 pm
highlightKey Highlights

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে চিন। সম্প্রতি কাবুলে যান চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই।


পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে চিন। সম্প্রতি কাবুলে যান চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই। সেখানে পাকিস্তান ও আফগানিস্তানের বিদেশমন্ত্রীদের সাথে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। বৈঠক শেষে ওয়াং ই দুই দেশকে সব পর্যায়ে ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারের আহ্বানও জানান। ওয়াং ই'র বক্তব্য, বর্তমানে তিন দেশের উচিত কৌশলগত পারস্পরিক আস্থা বজায় রাখা এবং নিরাপত্তা সহযোগিতা গভীর করা। উল্লেখ্য, কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকের পরে ইসলামাবাদে পৌঁছেছেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File