মালদহ

বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ঢুকল চিনের নাগরিক, মালদহে আটক করল বিএসএফ

বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ঢুকল চিনের নাগরিক, মালদহে আটক  করল বিএসএফ
Key Highlights

বৃহস্পতিবার বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মিলিক সুলতানপুর এলাকায় ঢুকে পরে চিনের একজন নাগরিক। সীমান্ত লাগোয়া এলাকায় তাঁকে দেখতে পেয়ে আটক করে বিএসএফ। তারপরই তাঁকে জেরা করা হয় এবং তারসঙ্গে তল্লাশি ও করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে প্রচুর নগদ টাকা এবং অত্যাধুনিক গ্যাজেট উদ্ধার করা হয়েছে। বিএসএফ সূত্রে জানা যাচ্ছে , বৃহস্পতিবার সকালে মালদহের কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকা থেকে চিনের ওই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। জেরা করার পর জানা যায় তাঁর নাম হান জুনেই। চিনের পাসপোর্ট এবং বাংলাদেশের ভিসাসহ তল্লাশি করে ওই ব্যক্তির কাছ থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল এবং ভারত–বাংলাদেশ–আমেরিকার প্রচুর নগদ টাকা উদ্ধার হয়।