রাজ্যকরোনার প্রকোপে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান, তাই চুঁচুড়ার ডাফ স্কুল এবার হয়ে উঠল সেফ হোম
দ্রুত যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়াতে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলো চুঁচুড়া প্রশাসন। এমনিতেই অনেকদিন ধরে করোনার কারণে বন্ধ রয়েছে সমস্ত স্কুল তাই এবার চুঁচুড়ার ডাফ হাই স্কুলকেই করোনা সেফ হোম বানানোর সিদ্ধান্ত নিলো তাঁরা। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, মহকুমা শাসক সৈকত গঙ্গোপাধ্য়ায় এবং সহকারী CMOH শুভাশিস শি বুধবার স্কুল পরিদর্শন করেন। স্কুলের ঘরগুলি ঘুরে দেখেন বিধায়ক ও জেলা প্রশাসনের কর্তারা। প্রতি ঘরে কতগুলি করে বেড ধরবে, আর কী কী ব্যবস্থা করতে হবে? সমস্ত বিষয় খতিয়ে দেখেন তাঁরা। আগামী সপ্তাহে প্রথমে ৫০টি বেড দিয়ে চালু হবে এই সেফ হোম।