আন্তর্জাতিক

China Storm | ঝড়ে উড়ে যেতে পারেন ৫০ কেজির কম ওজনের ব্যক্তিরা! গত এক দশকে প্রথম বার জারি কমলা সতর্কতা!

China Storm | ঝড়ে উড়ে যেতে পারেন ৫০ কেজির কম ওজনের ব্যক্তিরা! গত এক দশকে প্রথম বার জারি কমলা সতর্কতা!
Key Highlights

যাঁদের দেহের ওজন ৫০ কেজির নীচে তাঁরা এই ঝড়ের ধাক্কা উড়ে যেতে পারেন বলেও সতর্ক করা হয়েছে চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে।

চিনের বিস্তীর্ণ অঞ্চলে টাইফুনের মতো প্রবল ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। সে দেশের আবহাওয়া দফতর জানায়, হাওয়ার গতিবেগ এতটাই বেশি থাকবে যে জনজীবন বিপর্যস্ত হবে। এমনকি গত এক দশকে প্রথম বারের জন্য কমলা সতর্কতা জারি করেছে বেজিং। রিপোর্ট অনুযায়ী, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে পৌঁছতে পারে ওই ঝড়। এই পরিস্থিতিতে সাধারণ বাসিন্দাদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে স্থানীয় প্রশাসন। যাঁদের দেহের ওজন ৫০ কেজির নীচে তাঁরা এই ঝড়ের ধাক্কা উড়ে যেতে পারেন বলেও সতর্ক করা হয়েছে চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে।