Pahalgam Attack | পহেলগাঁও হামলায় চিনা যোগ! চিনা মেসেজিং স্যাটালাইট ফোন ও অ্যাপ ব্যবহার করেছিল জঙ্গিরা!
Monday, April 28 2025, 11:55 am

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, জঙ্গিরা পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করতে চিনা মেসেজিং অ্যাপ ব্যবহার করেছিল।
পহেলগাঁও হামলায় মিললো এবার চিনা যোগ! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, জঙ্গিরা পাকিস্তানে থাকা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ করতে চিনা মেসেজিং অ্যাপ ব্যবহার করেছিল। এমনকি হামলার দিন পহেলগাঁওতে চিনা স্যাটালাইট ফোনের উপস্থিতিও খুঁজে পেয়েছেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আপাতত, চিনা স্যাটেলাইট ফোন এবং মেসেজিং অ্যাপ, এই দু'টো বিষয় নিয়েই তদন্ত করছে জাতীয় তদন্তকার সংস্থা NIA। বলা বাহুল্য, পহেলগাঁও হামলার পর আমেরিকা, রাশিয়া সহ প্রায় গোটা বিশ্বই ভারতের পাশে দাঁড়িয়েছে। তবে চিন সমর্থন করেছে পাকিস্তানকেই।
- Related topics -
- আন্তর্জাতিক
- দেশ
- ভারত
- চিন
- চীন
- পাকিস্তান
- পহেলগাঁও জঙ্গি হামলা
- পাক জঙ্গি
- জঙ্গি
- জঙ্গি হামলা
- জঙ্গিগোষ্ঠী