আন্তর্জাতিক

Pangong Lake | প্যাংগং লেকের নিয়ন্ত্রণরেখার অঞ্চলে অসংখ্য ইমারত তৈরী করেছে চিন, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই ব্যবস্থা?

Pangong Lake | প্যাংগং লেকের নিয়ন্ত্রণরেখার অঞ্চলে অসংখ্য ইমারত তৈরী করেছে চিন, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য এই ব্যবস্থা?
Key Highlights

প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে পাকাপোক্ত কংক্রিটের সেতু তৈরি করছে চিন।

আগেই দেখা গিয়েছিল, প্যাংগংয়ের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে পাকাপোক্ত কংক্রিটের সেতু তৈরি করছে চিন। এবার, চিন প্যাংগংয়ের উত্তর তীরে সামরিক ব্যবহারের জন্য কমপক্ষে ১০০টি ইমরাত তৈরী করে ফেলেছে। উপগ্রহচিত্রে দেখা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ৩৮ কিলোমিটার এলাকার মধ্যে অসংখ্য ইমারত তৈরি করছে চিন। বিশেষজ্ঞদের বক্তব্য, যুদ্ধকালীন পরিস্থিতিতে চিনা সেনার ব্যবহারের জন্য ওই ইমারতগুলি তৈরি করা হয়েছে। হেলিকপ্টার ওঠা নামার জন্য তৈরি করা হচ্ছে ১৫০ মিটারের একটি জায়গাও।