আন্তর্জাতিক

China Airfield Bangladesh | বাংলাদেশে বায়ুসেনার বিমানঘাঁটি তৈরী করছে চিন! চিন্তায় বাড়লো ভারতের!

China Airfield Bangladesh | বাংলাদেশে বায়ুসেনার বিমানঘাঁটি তৈরী করছে চিন! চিন্তায় বাড়লো ভারতের!
Key Highlights

বাংলাদেশে তৈরী হবে চিনের বায়ুসেনার বিমানঘাঁটি। এর জন্য লালমণিরহাট জেলায় প্রায় ৭০০ একর জমি চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশে তৈরী হবে চিনের বায়ুসেনার বিমানঘাঁটি। এর জন্য লালমণিরহাট জেলায় প্রায় ৭০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী, চিকেনস নেকের খুব কাছে এই বিমানঘাঁটি নির্মিত হতে চলেছে। একসঙ্গে ৭০ টিরও বেশি যুদ্ধবিমান এখান থেকে উড়তে ও নামতে পারবে। ওই বিমানবন্দরে থাকবে তিনটি মূল বিভাগ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবর মাসেই নির্মাণকাজ শুরু হতে পারে। তবে এই নিয়ে চিন্তা বেড়েছে ভারতের। কারণ, বাংলাদেশে অশান্ত সময়ে বিদ্যুৎ, খাদ্য বিলিয়েছে ভারত। কিন্তু তারপরেও চিনকে বিমানঘাঁটি বানাতে দিচ্ছে পড়শী দেশ।