আন্তর্জাতিক

China | চতুর্থবারের জন্য মহাকাশ অভিযানে চিন! তিন নভোচরের দলে রয়েছেন চিনের প্রথম মহিলা স্পেসফ্লাইট ইঞ্জিনিয়ারও

China | চতুর্থবারের জন্য মহাকাশ অভিযানে চিন! তিন নভোচরের দলে রয়েছেন চিনের প্রথম মহিলা স্পেসফ্লাইট ইঞ্জিনিয়ারও
Key Highlights

বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটে নাগাদ গানসু প্রদেশের মঙ্গোলিয়ার জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সিনঝাউ স্পেসশিপ পাড়ি দিল মহাকাশে।

মহাকাশে পাড়ি দিলো চিনের তিন মহাকাশচারী! বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে চারটে নাগাদ গানসু প্রদেশের মঙ্গোলিয়ার জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সিনঝাউ স্পেসশিপ পাড়ি দিল মহাকাশে। পাড়ি দিলেন ৪৮ বছরের কমান্ডার কাই জুঝে, ৩৪ বছরের সং লিংডং এবং ৩৪ বছরের ওয়াং হাওজে। তৃতীয় নভোচরই মহিলা মহাকাশচারী। তিনি চিনের প্রথম মহিলা স্পেসফ্লাইট ইঞ্জিনিয়ারও। এদিকে সং ও ওয়াংই চিনের সবচেয়ে তরুণ মহাকাশচারীও। এই তিন চিনা নভোচরের লক্ষ্য তিয়াংগং স্পেস স্টেশন। উল্লেখ্য, এটা চিনের চতুর্দশ মহাকাশ অভিযান।