Chinese Zebrafish in Space । মহাকাশে মাছচাষ ! অসাধ্যসাধন করলো চীনা বিজ্ঞানীরা

Sunday, November 17 2024, 3:59 am
highlightKey Highlights

মহাকাশে নিজস্ব স্পেস স্টেশনে মাছচাষ করে নয়া নজির গড়লো চীন। ৪৩ দিনের সময়কালে মাছগুলি বড়ো হয়েছে , ডিমও পেড়েছে ।


পৃথিবীর বাইরে বাস্তুতন্ত্রের সূচনা ঘটনা যায় কি না, তা দেখতেই পরীক্ষামূলক ভাবে নিজস্ব স্পেস স্টেশনে মাছ চাষের ব্যবস্থা করেছিল চীনা বিজ্ঞানীরা। পরীক্ষায় বিপুল সাফল্য পেয়েছেন তাঁরা। মহাকাশের অ্যাকোরিয়ামে চারটি জেব্রাফিশ চাষ করেন তাঁরা। ৪৩ দিনের সময়কালে মহাকাশে মাছগুলি বড়ো হয় এবং ডিমও পাড়ে। চিনা বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে বাস্তুতন্ত্রের অস্তিত্ব টিকে থাকতে পারে কিনা পরীক্ষা করে দেখার জন্যেই এই মাছকে  বেঁচে নেওয়া হয়েছে। কারণ মানুষের সঙ্গে জিনগত মিল রয়েছে এই মাছের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File