Pangong Lake Bridge । প্যাংগং হ্রদের ওপর ৪০০ মিটার দীর্ঘ ব্রিজ তৈরী করলো চিন! চলছে গাড়িও! উপগ্রহচিত্র নিয়ে চিন্তায় ভারত
উপগ্রহচিত্রে ধরা পড়েছে, প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে পাকাপোক্ত কংক্রিটের সেতু তৈরি করছে চিন।
চিনকে নিয়ে চিন্তা বাড়লো ভারতের। উপগ্রহচিত্রে ধরা পড়েছে, প্যাংগং হ্রদের উত্তর এবং দক্ষিণ তীরের একাংশ জুড়ে পাকাপোক্ত কংক্রিটের সেতু তৈরি করছে চিন। ৪০০ মিটার দীর্ঘ ব্রিজের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এমনকি সেখানে হালকা ওজনের গাড়ি চলাচলও শুরু করেছে। উপগ্রহচিত্র বিশেষজ্ঞ ড্যামিয়েন সিমোনের বক্তব্য, নতুন সেতুর মাধ্যমে চিনা সেনার কাছে অনেক দ্রুত সেনার রসদ এবং সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়া সম্ভব হবে। কারণ ব্রিজটি চিনের মূল ভূখণ্ডের সঙ্গে ৫০-১০০ কিমি অবধি দূরত্ব কমিয়ে দিয়েছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- চীন সেনা
- ভারত-চীন সংঘাত
- চীনা সেনা
- ভারত