India-China | চিন সীমান্তে পৌঁছবে ভারতের রেল, ১৬৯ কিলোমিটার লাইনে জরিপের কাজ প্রায় শেষ
Saturday, November 23 2024, 5:37 am
Key Highlightsচম্পাবত জেলার টানাকপুর থেকে বাগেশ্বরের মধ্যে নির্মিত হবে এই রেলপথ।
ভারতের রেল এবার পৌঁছবে চিন সীমান্তে। চম্পাবত জেলার টানাকপুর থেকে বাগেশ্বরের মধ্যে নির্মিত হবে এই রেলপথ। চিন সীমান্তের কাছে পিথোরাগড় ও বাগেশ্বর পর্যন্ত যাবে রেললাইনটি। রেল সূত্রে খবর, ইতিমধ্যে ১৬৯ কিলোমিটার দীর্ঘ রেললাইনের জরিপের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। রেলের কর্মকর্তারা বলছেন, নতুন এই রেললাইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ পিথোরাগড় জেলা শুধু চিন নয়, নেপালের আন্তর্জাতিক সীমান্তের সঙ্গেও যুক্ত। আর টনকপুর হল ভারত নেপাল সীমান্তবর্তী একটি এলাকা। এটাই উত্তরাখণ্ডের নেপাল সীমান্তে ভারতের শেষ রেলওয়ে স্টেশন।
- Related topics -
- দেশ
- ভারত
- চীন
- ভারতীয় রেল

