স্বাস্থ্যপুজোর আগে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই শিশুরা পেতে পারেন কোভিড টিকা,এমনটাই ঘোষণা করল AIIMS-এর ডিরেক্টর
করোনা তৃতীয় ঢেউ আসন্ন। জানা যাচ্ছেে এই তৃতীয় ঢেউ আরও ভয়ানক, শিশুদের ক্ষেত্রে এই সংক্রমণ ছড়িয়ে পরার ও সম্ভাবনা বেশি। তাই শিশুদের টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে পুজোর আগেই অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকেই শিশুদের দেওয়া হবে কোভিড টিকা। শনিবার AIIMS-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া এমনটাই জানালেন। তিনি বললেন, 'ডাইডাস ক্যাডিলা ইতিম্যেই ট্রায়াল শেষ করেছে এবং তারা জরুরিভিত্তিতে ছাড়পত্রের জন্য অপেক্ষা করছে। শিশুদের উপর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে। আশা করছি এই ট্রায়াল অগাস্ট এবং সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে। এদিকে শিশুদের উপর প্রয়োগের জন্য ইতিমধ্যেই FDA-র অনুমতি পেয়েছে ফাইজার। আশাকরা যায়, সেপ্টেম্বর মাসেই শিশুদের টিকাকরণ শুরু করা যাবে।'