Bangladesh | বাংলাদেশে বাড়ছে শিশুশ্রম! পথশিশুদের অর্ধেকই যুক্ত মাদক সরবরাহ চেইনে! বেশি বাল্যবিবাহের হারও
Thursday, December 19 2024, 6:15 pm
Key Highlights
এডুকো শিশু অধিকার ও কল্যাণ সংক্রান্ত প্রতিবেদনের দাবি, বাংলাদেশের শিশু শ্রমের সঙ্গে যুক্ত ৪.৪ শতাংশ শিশু।
বাংলাদেশে বাড়ছে শিশুশ্রম! অনেকটা বেশি বাল্যবিবাহের হারও! এডুকো শিশু অধিকার ও কল্যাণ সংক্রান্ত প্রতিবেদনের দাবি, বাংলাদেশের শিশু শ্রমের সঙ্গে যুক্ত ৪.৪ শতাংশ শিশু। যে শিশুরা শ্রমের সঙ্গে যুক্ত, তাদের ৯ শতাংশের বেশি শিশুর বয়স ১২ থেকে ১০। ১৪ থেকে ১৭ বছরের ৭.৯ শতাংশ শিশুই ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। ছেলের থেকে মেয়েদের সংখ্যা ৩ গুণ বেশি। গবেষণা বলছে, বাংলাদেশের পথশিশুদের অর্ধেক মাদক সরবরাহ চেইনে যুক্ত। পাশাপাশি গবেষণায় দেখা গিয়েছে, বাংলাদেশে ৪৯.৬ শতাংশ মেয়েই ১৮ বছরের আগেই বিয়ে করেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শিশু
- শিশুশ্রম
- মাদক পাচার