Rajnath Singh | প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ বৈঠক, রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় সিডিএস জেনারেল

রবিবার সন্ধ্যায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করলন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান।
পহেলগাঁও কাণ্ডের পর যুদ্ধ পরিস্থিতি তৈরী হয়েছে ভারত এবং পাকিস্তান দুদেশের মধ্যে। রবিবারের সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে বসলো বিশেষ বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। সূত্রের খবর, সামরিক বাহিনীর প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন তাঁরা। উল্লেখ্য, সীমান্তে ভারতীয় স্থলসেনা, নৌসেনা এবং বিমান বাহিনীকে রাখা হয়েছে হাই এলার্টয়ে। যুদ্ধকালীন পরিস্থিতির জন্যে সম্পূর্ণ তৈরী রয়েছে ভারত।