Mamata on Bangladesh | বাংলাদেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আর্জি মুখ্যমন্ত্রী মমতার
সোমবার বিধানসভা অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা যেন রাষ্ট্রসংঘে উত্থাপন করে কেন্দ্রীয় সরকার।
বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা যেন রাষ্ট্রসংঘে উত্থাপন করে কেন্দ্রীয় সরকার। এমনকি সে দেশে রাষ্ট্রসংঘের বিশেষ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর প্রস্তাব পেশ করার আর্জিও জানান মুখ্যমন্ত্রী মমতা। তিনি আরও বলেন, বাংলাদেশে যে ভারতীয়রা আক্রান্ত হচ্ছেন, তাঁদের ঠাঁই দিতে তৈরি আছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদির বিবৃতি দেওয়া উচিত বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।