RG Kar Medical Hospital | আরজিকর কান্ডে অভিযুক্তর ফাঁসির দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতাও! হাসপাতাল চত্বরে নামলো RAF
Sunday, August 11 2024, 7:35 am

অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গর্জে উঠেছে বাংলা। এদিকে অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ‘এবিপি আনন্দ’-এ মুখ্যমন্ত্রী বলেন, “মৃত্যুটা খুবই অমানবিক, ন্যক্কারজনক, নৃশংস। জুনিয়র ডাক্তাররা যে দাবি জানাচ্ছে, তা সঙ্গত। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ফার্স্ট ট্র্যাক কোর্টে কেসটা গিয়েছে, একেবারে ফাঁসির আবেদন জানানো হোক।” অন্যদিকে, আরজিকর চত্বরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। রাখা হয়েছে কলকাতা পুলিশের RAF. তবে রোগীর পরিজনেরা বলছেন, এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। মিলছে না পর্যাপ্ত পরিষেবা। যার ফলে বাড়ছে উদ্বেগ।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- ধর্ষণ
- খুন
- মমতা ব্যানার্জী
- কলকাতা পুলিশ