রাজ্যবাংলায় অক্সিজেন বরাদ্দ বৃদ্ধি করার বিষয়ে প্রধানমন্ত্রীকে ‘খুব জরুরি’ চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা
পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ খুব মারাত্মক প্রভাব ফেলছে। এমত অবস্থায় বাংলায় ফের অক্সিজেনের অভাব বোধ করছে সরকার। তাই বঙ্গে অক্সিজেন বরাদ্দ বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চিঠিতে মমতা‘খুব জরুরি (Very urgent)’ কথাটি আলাদাভাবে পেন দিয়ে লিখেছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করে লিখেছেন, রাজ্যের মুখ্যসচিব, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অক্সিজেনের দৈনিক বরাদ্দ বৃদ্ধি করে ৫৫০ মেট্রিক টন করার কথা বলেছিলেন। কিন্তু তা এখনও হয়নি। যত শীঘ্র এর ব্যবস্থা হবে ততই ভালো বলে জানিয়েছেন তিনি।