Salboni | ১৫ হাজার মানুষের কর্মসংস্থান! উপকৃত ২৩ জেলার মানুষই! শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্ট নিয়ে বললেন মুখ্যমন্ত্রী!

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি শালবনিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলছে জিন্দাল গোষ্ঠী। এই বিদ্যুৎ প্রকল্পের জেরে রাজ্যের ২৩ জেলার মানুষই উপকৃত হবন বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। ১৫ হাজার মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৯টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। ৬টি ইকোনমিক করিডর হচ্ছে। আরও ৫টি বড় কোম্পানি আসছে।