Mamata Banerjee । বাংলাকে IT হাব বানানোর লক্ষ্যে মুখ্যমন্ত্রী, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মমতা
রাজ্যে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে উচ্ছসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নিউটাউনের হাতিশালায় ১৭ একর জমির উপরে দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করেন।
বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ একর জমির উপরে তৈরি এই ক্যাম্পাসটিতে অন্তত ৪ হাজার কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, প্রযুক্তি ক্ষেত্রে কর্মসংস্থানে বাংলা সেরা। উল্লেখ্য, রাজ্যে কর্মসংস্থানের পক্ষে বরাবরই আশাবাদী মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারিতে বিশ্ব বাণিজ্য সম্মেলনে অন্যান্য শিল্প সংস্থা গুলোকেও আমন্ত্রণ করেন তিনি। তিনি আরও বলেন, “সব দেশের শিল্পপতি ও প্রতিনিধিদের বলব, আসুন দেখে যান, বাংলার শিল্পের পরিবেশ।"