Buddhadeb Bhattacharya । 'আমি মর্মাহত'! প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে শোক প্রকাশ মমতার! ঘোষণা পূর্ণ দিবস সরকারি ছুটির
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে আজ শোকাহত গোটা পশ্চিমবঙ্গ।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে আজ শোকাহত গোটা পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। রেখে গেলে স্ত্রী ও সন্তানকে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শয্যাশায়ী ছিলেন। বুদ্ধদেব যখনই অসুস্থ্য হয়েছেন তাঁকে দেখতে ছুটে গিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বারেবারে। চিকিৎসকদের সঙ্গে কথা বলা থেকে বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের খোঁজ নেওয়া সবটাই করেছেন মমতা। বুদ্ধদেবের প্রয়াণে আজ পূর্ণ দিবস সরকারি ছুটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা।