Durga Puja | শারদীয়া অনুদান বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ১০ হাজার! পুজো কমিটিগুলোকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজো কমিটিগুলোকে এ বছর ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়। আগের বছরের তুলনায় ২৫ হাজার টাকা বাড়ানো হল এই অঙ্ক।
বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা, কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিক এবং পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে জানানো হলো, এ বছর দূর্গাপুজো কমিটিগুলোকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। আগের বছরের তুলনায় অঙ্কটা ২৫ হাজার টাকা বেড়েছে। এছাড়াও বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। মকুব করা হচ্ছে লাইসেন্স সহ অন্যান্য সরকারি ফি। অক্টোবরের ২,৩, ৪ তারিখ বিসর্জন আর ৫ অক্টোবর বিসর্জনের কার্নিভাল অনুষ্ঠিত হবে।