Arvind Kejriwal । গ্রেপ্তারির পর কামব্যাক কেজরির, দিল্লির মসনদে লড়বেন পুরোনো মেজাজে
বিধানসভা নির্বাচনে আপের প্রার্থী তালিকার দিকে নজর ছিল সবপক্ষেরই। রবিবার আপের চতুর্থ লিস্টে জানা গেলো, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোট লড়বেন নয়া দিল্লি থেকেই।
সামনেই রাজধানী ভোট। বিধানসভা নির্বাচনে আপের প্রার্থী তালিকার দিকে নজর ছিল সবপক্ষেরই। রবিবার আপের চতুর্থ লিস্টে কৌতূহল নিরসন হলো। জানা গেলো, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভোট লড়বেন নয়া দিল্লি থেকেই। অরবিন্দ কেজরিওয়াল, সাম্প্রতিক সময়ের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি জেলে থেকেও সরকার চালিয়েছেন। প্রায় পাঁচমাস জেলভোগের পর সেপ্টেম্বরে মুক্তি পেয়েই ছেড়েছেন মুখ্যমন্ত্রী পদ। জানিয়েছেন মানুষের বিশ্বাস, ভরসা জিতে আবারো ফিরবেন মুখ্যমন্ত্রী হয়ে। ডেয়ারডেভিল সিদ্ধান্ত সন্দেহ নেই। তাই এবারের নির্বাচনে চোখ থাকবে দিল্লির মসনদেই।